ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | হামলা করে পুলিশ প্রমাণ করেছে দেশে এখন দুঃশাসন চলছে : ফখরুল

হামলা করে পুলিশ প্রমাণ করেছে দেশে এখন দুঃশাসন চলছে : ফখরুল

fakrul

নিউজ ডেক্স : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে পুলিশ প্রমাণ করেছে দেশে এখন দুঃশাসন চলছে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির এই কর্মকাণ্ডকে তীব্র ঘৃণা করি, ধিক্কার জানাই, নিন্দা জানাই। সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে এই নির্যাতন বন্ধ করুন অন্যথায় এই সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

আজ শনিবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ রঙিন পানি ছিটিয়েছে, লাঠিচার্জ করে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করেছে। আমরা আবারো দাবি জানাই আমার চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন।

তিনি আরো বলেন, সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিও সহ্য করতে পারছে না। সরকারের ইঙ্গিতে পুলিশ বাহিনী এতে বার বার ন্যক্কারজনক হামলা চালাচ্ছে, আটক করছে, নাজেহাল করছে দলীয় নেতাকর্মীদের।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!