
এলনিউজ২৪ডটকম : সড়ক দূর্ঘনায় মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম (৩৬) নামে প্রবাস ফেরত লোহাগাড়ার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব তাঁতি পাড়ার আজিজুর রহমানের পুত্র।
শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ছদাহা চারা বটতল এলাকায় নোয়া গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌছলে চট্টগ্রামমুখী নোয়া গাড়ির সাথে বিপরীত মুখোমুখি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়েছেন। তার নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনার পর নোয়া গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner