নিউজ ডেক্স : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাহমিদ চৌধুরী নগরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাহমিদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক মশিউল হক।-বাংলানিউজ
তিনি বলেন, গত ১৫ ফেব্রুয়ারি লিচুবাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তাহমিদ ও আরও ৩ জন। পরে আহত অবস্থায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষে গুরুতর আহত যাত্রীদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় ফয়সাল রিদুয়ান কবির নামের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাহমিদ চৌধুরী, কাজী রোসালিয়া এবং নাসিবা নাওয়ারকে আশংকাজনক অবস্থায় নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।