_____মুহাম্মদ সোলাইমান_____
স্বাধীনতা মানে প্রখর রোদে কৃষাণীর উজ্জল হাসী,
স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদ, বাংলাকে ভালবাসী।
স্বধীনতা মানে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ,
পরাধীনতা লয়ে, স্বাধীনতায় বাংলা মায়ের আসন।
স্বাধীনতা মানে বাংলাদেশের সুভাসিত নবীন ফুল,
রক্তক্ষয়ী সংগ্রামে মুক্তিযুদ্ধার অর্জিত মায়ের কূল।
স্বাধীনতা মানে দীর্ঘ ন’মাস যুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের,
স্বাধীন বাংলা, স্বাধীন পতাকা অর্জিত বাংলা মায়ের।
বাংলা মায়ের দামাল ছেলেরা পাক-বাহিনীর সাথে,
যুদ্ধ করে আনল স্বাধীন নির্ঘুম দিন-রাতে।
স্বাধীনতা মানে রাতের আকাশে উজ্জল চাঁদের আলো,
স্বাধীনতা হল পরাধীনতার চেয়ে লক্ষ কোটিগুণ ভালো।
স্বাধীনতা বীর বাঙ্গালীর শত জনমের অহংকার,
মুক্তিযুদ্ধে বীর শহীদগণ স্বপ্ন সুখের অলংকার।
স্বাধীন বাংলা, স্বাধীন পতাকা, শেখ মুজিবের অবদান,
বাংলাদেশে, বাংলা ভাষা, আল্লাহ পাকের অসীম মেহেরবান।
