Home | ফটোফিচার | স্বজনদের আহাজারী

স্বজনদের আহাজারী

64322330_2473450042899805_8575742611304742912_n

পার্বত্য লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর সিকদারের লাশ ময়নাতদন্ত শেষে আজ ২৪ জুলাই সকালে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান সিকদার পাড়ায় নিজ বাড়িতে আনা হয়। এ সময় স্বজনদের আহাজারীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

67817656_2473449942899815_4967285529302269952_n

উল্লেখ্য, গত ২৩ জুলাই মঙ্গলবার রাতে লামার সরই ইউনিয়নের খামার বাড়ি থেকে ফেরার পথে হাসনা ভিটা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরদিন বুধবার বিকেলে গৌড়স্থান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

-ছবি সংগৃহিত ও প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!