
পার্বত্য লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর সিকদারের লাশ ময়নাতদন্ত শেষে আজ ২৪ জুলাই সকালে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান সিকদার পাড়ায় নিজ বাড়িতে আনা হয়। এ সময় স্বজনদের আহাজারীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।


উল্লেখ্য, গত ২৩ জুলাই মঙ্গলবার রাতে লামার সরই ইউনিয়নের খামার বাড়ি থেকে ফেরার পথে হাসনা ভিটা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরদিন বুধবার বিকেলে গৌড়স্থান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
-ছবি সংগৃহিত ও প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪ডটকম
Lohagaranews24 Your Trusted News Partner