নিউজ ডেক্স : কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ছৈয়দ আবু ছাঈদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্বচন স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে র্নিবাচন কমিশন। ভোটগ্রহণের নতুন সময় সূচি পরে জানানো হবে।

এর আগে গত ১৯ জুন নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নবগঠিত কর্ণফুলী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭শত ৯৯। এরমধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৯৯ এবং মহিলা ৫৪ হাজার ২০০।