Home | অন্যান্য সংবাদ | সৃষ্টির আনুগত্য লাভের আমল

সৃষ্টির আনুগত্য লাভের আমল

file-20

ধর্ম ডেস্ক : আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামগুলোর আমল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আল্লাহর গুণবাচক সব নামের আমলে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। (اَلْعَدْلُ) ‘আল-আ’দলু’ আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের একটি। যার অর্থ হলো- ‘ন্যায় বিচারক।’

আল্লাহর গুণবাচক নাম (اَلْعَدْلُ) ‘আল-আ’দলু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

Amal

উচ্চারণ : ‘আল-আ’দলু’
অর্থ : ‘ন্যায় বিচারক’

আল্লাহর ‍গুণবাচক নাম (الْحَكَمُ)-এর আমল

ফজিলত
>> যে মুমিন ব্যক্তি নিয়মিত আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلْعَدْلُ) ‘আল-আ’দলু’ নামটি শুক্রবার জুমআ’র রাতে; ২০টি রুটির টুকরোর মধ্যে লিখে ভক্ষণ করে তবে, মহান আল্লাহ তাআলা সব সৃষ্টি জীবকে তার অনুগত করে দিবেন।

পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটি নিয়মতি আদায় করে আল্লাহ তাআলার আনুগত্য করার পাশাপাশি সৃষ্টির সব নিয়ামত লাভের তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!