Home | ফটোফিচার | সামান্য বৃষ্টিতে জনদূর্ভোগ

সামান্য বৃষ্টিতে জনদূর্ভোগ

18033571_744129745766093_3221341204137919777_n

সামান্য বৃষ্টিতে লোহাগাড়ার চৌধুরী সড়ক পানিতে ডুবে যায়। রাস্তার উপর হাটু পরিমাণ পানি হওয়ায় জনসাধারণ ও গাড়ি  চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়। হচ্ছে। এই সড়ক দিয়ে লোহাগাড়া মোটর ষ্টেশন থেকে পার্বত্য লামা উপজেলা কেয়াজুপাড়া বাজার পর্যন্ত যাত্রীসাধারণ নিয়মিত যাতায়াত করেন। সড়কের দু’পাশে অপরিকল্পিত দালান নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কটি পানিতে ডুবে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। সাংবাদিক জাহেদুল ইসলামের ফেসবুক আইডি থেকে ছবিটি নেয়া। প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!