
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল (৭০) আজ ৭ ডিসেম্বর রাত ৭টা ১৫ মিনিটে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর বাড়ি চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা গ্রামে। বর্তমানে লোহাগাড়া সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিল।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২ ডিসেম্বর চুনতির ১৯ দিন ব্যাপী সীরত মাহফিলে সভাপতিত্বের আসন গ্রহণ করেছিলেন। সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Lohagaranews24 Your Trusted News Partner