এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে ১৮ মে দুপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩০ মামলার আসামী ও দুর্ধর্ষ এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ এনাম (৩২) এওচিয়া পাহাড়তলী আলীনগর ছড়ারকুল এলাকার মৃত ফয়েজ আহমদের পুত্র। তিনি সাতকানিয়া থানার সন্ত্রাসী তালিকার ৬নং ব্যক্তি।
সূত্রে প্রকাশ, সাতকানিয়া থানার এসআই মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানামূলে তাকে আটক করে। তার বিরুদ্ধে সাতকানিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, পুলিশ এ্যাসল্ট, সরকারী-বেসরকারী যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র আইন, এলাকায় ত্রাস সৃষ্টি করাসহ বিভিন্ন অপরাধে কমপক্ষে ৩০টি মামলা রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, বিগত ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যাপী তান্ডবকালে তার নিজস্ব এলাকাসহ সাতকানিয়া থানা এলাকায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে পুলিশ জানায়।