নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নুরুন্নবী (৪০)। তিনি ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বাড়ি উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়াড পশ্চিমপাড়া গ্রামে। অপর সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেম বাজালিয়া ইউনিয়নের আবু বক্করের ছেলে। তিনি ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, রাতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি ও ১১ জন পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।