Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে রিক্সা চালক নিহত

সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে রিক্সা চালক নিহত

ফাইল ছবি

এলনিউজ২৪ডটকম : সাতকানিয়ার বাজালিয়ায় বন্যহাতির আক্রমণে ব্যাটারী চালিত রিক্সা চালক নেছার আহমদ (৫৫) নিহত হয়েছেন। রোববার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম বাজালিয়া নাসিরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেছার আহমদ ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়ার মৃত বাঁচা মিয়ার পুত্র।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, প্রায় ১০টি বন্যহাতির দল চন্দনাইশের লালুটিয়া-দিয়াকুল হয়ে শঙ্খনদী পার হয়ে পশ্চিম বাজালিয়ার লোকালয়ে হানা দেয়। এ সময় নেছার আহমদ ব্যাটারী চালিত রিক্সা চার্জে দিয়ে বাড়ি ফিরছিলেন। অসাবধানতা বশতঃ তিনি বন্যহাতির সামনে পড়ে যায়। একটি হাতি প্রথমে শুঁড় দিয়ে তাকে আঘাত করে। পরে পা দিয়ে চাপা দেয়। হাতির দল চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার কিছুক্ষণ পর বন্যহাতির দলটি ধর্মপুরের ঈশ্বর বাবুর হাট জলদাশ পাড়ায় হানা দেয়। এ সময় বন্যহাতির আক্রমণে আহত হয়েছেন ওই এলাকার মৃত নিবারণ জলদাশের পুত্র নিত্যলাল জলদাশ (৫৬)।

পদুয়া রেঞ্জের আওতাধীন বাজালিয়া বড়দুয়ারা বনবিট কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জানান, বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত ও অপর ব্যক্তি আহত হওয়ার খবর পেয়েছেন। হতাহতদের পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!