নিউজ ডেক্স : সাতকানিয়ায় দিলু আরা বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌরসভার ভোয়ালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত দিলু আরা বেগমের ছেলে আকবর বলেন, বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ করে তার মা বিছানার উপরে ফ্যানের রডের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন।
সাতকানিয়া থানার এসআই মাসুদ রানা বলেন, লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।