নিউজ ডেক্স : সাতকানিয়ায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটক সন্ত্রাসীর নাম শাহাদাত হোসেন (২২)। ২৯ শে আগস্ট রাতে সাতকানিয়া থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উপজেলার দক্ষিণ আমিলাইষ হারুন সওদাগরের চায়ের দোকানের সামনে থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ১ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। শাহাদাত ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
সাতকানিয়া থানার ওসি মোঃ রফিকুল হোসেন জানান, গোপন সংবাদে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাতে দক্ষিণ আমিলাইষ এলাকা থেকে অস্ত্র-গুলিসহ শাহাদাতকে আটক করা হয়েছে। সেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন কয়েকদিন আগে কামরুল নামে এক ব্যক্তি তাকে অস্ত্রটি দিয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
