নিউজ ডেক্স: সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী নামের এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুবীরদের সঙ্গে প্রতিবেশী রূপক দাশের জমি নিয়ে বিরোধ চলছিল। রাতে সুবীর ও তার ভাই প্রবীর মোটরসাইকেলে বাড়ির কাছাকাছি পৌঁছালে প্রতিপক্ষের ১০-১২ জন লোক মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে সুবীর নিহত হন এবং আহত হন বড় ভাই পুরানগড় শীলঘাটা এলাকায় পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তী।

পুরানগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধের ঘটনায় বেশ কয়েকবার সালিসি বৈঠকও হয়েছে। কিন্তু সমাধান হয়নি। ওই বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুবীর নিহত হন।
সাতকানিয়া থানার এসআই মো. খায়রুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।