এলনিউজ২৪ডটকম : দৈনিক কর্ণফুলী প্রতিনিধি এম. সাইফুল্লাহ চৌধুরীর পিতা আলহাজ্ব মকবুল আহমদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয়েছে। ১২ ফেব্র“য়ারী বিকেল ৪টায় মরহুম মকবুল সিরাজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের প্রতিষ্ঠিত মল্লিক ছোবহান (হাজির পাড়া) গ্রামস্থ ছিদ্দিক-এ-আকবর (রাহঃ) তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন দৈনিক যায়যায়দিন লোহাগাড়া প্রতিনিধি ও জেজেডি ফ্রেন্ডস ফোরাম লোহাগাড়ার উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার ফিরোজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী পাড়া এবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দিন, মসজিদে খালেদ বিন ওয়ালিদের খতিব মাওলানা শফিকুর রহমান, সাবেক সরকারী কর্মকর্তা জাহেদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল ইসলাম চৌধুরী ও নাছির উদ্দিন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমের বড় পুত্র লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবদুল কাইয়ুম।