এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া মাঠে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২৩ মার্চ বিকেলে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে খৈয়ারকুল ক্রিকেট একাদশ বনাম জনকল্যাণ ক্রিকেট একাদশ ও সেলফী ক্রিকেট একাদশ বনাম চরম্বা মজিদার পাড়া ক্রিকেট একাদশ। খেলায় খৈয়াকুল ক্রিকেট একাদশ ও চরম্বা মজিদার পাড়া ক্রিকেট একাদশ জয়লাভ করে।
প্রয়াত সাংবাদিক আবদুর রহিম আজাদ স্মৃতি সংসদের উদ্যোগে উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া যুব ঐক্য পরিষদ এ টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন হক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সমাজসেবক মাহমুদুল হক পিয়ারু। বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদ, রিদওয়ানুল হক, সমাজসেবক মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আবদুল জলিল ও সাংবাদিক রায়হান সিকদার প্রমুখ।
এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। খেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ ক্রিড়ামোধীরা উপস্থিত ছিলেন।