ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | সকল মান-অভিমান ভুলে নৌকার বিজয় নিশ্চিত করুন : ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া

সকল মান-অভিমান ভুলে নৌকার বিজয় নিশ্চিত করুন : ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া

48421551_2585443758162642_6555318402456485888_n

এলনিউজ২৪ডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অতীব গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সকল মান-অভিমান ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে নৌকার পক্ষে জোয়ার এসেছে। আজ ২২ ডিসেম্বর শনিবার রাত ৮টায় দলীয় কার্যালয়ে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগ তথা মহাজোট মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর সমর্থনে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কর্মীদেরকে আচার-আচরণ ঠিক করতে হবে। ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে। ভোটারদের সমর্থন আদায় করতে হবে। লোহাগাড়া-সাতকানিয়ায় স্বাধীনতা বিরোধী ও দুর্নীতিবাজদের ভোট দেবেন না ভোটাররা।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় এ কর্মীসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামাল চৌধুরী, মোঃ ওমর ফারুক, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোঃ জোবায়ের, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মোঃ মিয়া ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, পুটিবিলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল, আধুনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শাহাদত হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাশেদুল আরেফীন জিসান, যুবলীগ নেতা মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন, আবদুস ছাত্তার, ছাত্রলীগ নেতা রমিজ সরকার ও তারেকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, লোহাগাড়া-সাতকানিয়া এলাকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী আন্তরিকভাবে উন্নয়নের কাজ করেছেন। বর্তমানে পাকিস্তানের সচেতন মহল উন্নয়ন কর্মকান্ডে বাংলাদেশকে অনুসরণ করছে। উন্নয়নের সূচকে পাকিস্তানকে অনেক পেছনে ফেলে এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ৪৭ বছরের ইতিহাসে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মাত্র ১৮ বছর। এ সময়ে যা উন্নতি হয়েছে অতীতে তা কখনো হয়নি। কর্মী সভা শেষে প্রধান অতিথি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার হাতে নৌকা তুলে দেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!