নিউজ ডেক্স : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর গাড়িটির ( মাইক্রোবাস) সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তারা একই পরিবারের বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুর রহমান (৬০), বিবি কুলছুম (৫৫)। তবে নিহত মাইক্রোবাস চালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন রাশেদ (১০), মালেক (১২), মো. হাসান (২৫) ও আবুল কালাম (৩৫)। আহত-নিহত সবার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে।
এ বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ বলেন, ‘আজ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে গাড়িটির( মাইক্রোবাস) চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি জানান, মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যান পালিয়ে যায়।