Home | শীর্ষ সংবাদ | শ্রমিক দিবস

শ্রমিক দিবস

77

_____মুহাম্মদ সোলাইমান_____

প্রতি বর্ষে ঘুরে ফিরে আসে দিবস ১লা মে,
শ্রমজীবি মেহনতি মানুষ বড়ই কষ্টে ছিল যে।

সে ইতিহাস ভুলেনি আজও বিশ্বের সকল মানুষ,
মে দিবসের করুণ ইতিহাস ভাঙে সকলের হুশ।

১৭৬০ সালে শ্রমিকের আন্দোলন শুরু হল যাত্রা,
পরে আরো তীব্র হলো আন্দোলনের কঠিন মাত্রা।

শ্রমিকের গায়ের গাম, বৃথা যায়নি সে দিন,
বিশ্বের মানুষ মে দিবস পালন করল যে দিন।

১৮৯০ সালে পালিত হয় প্রথম মে দিবস,
শ্রমিক পেল এ দিবসে আনন্দ বেদনার রস।

ছয় জনের মৃত্যুদানে শ্রমিক দিবস সফল হয়,
আট ঘন্টা কর্মধারায় শ্রম শ্রমিকের বিশ্ব জয়।

মে দিবস শ্রম-শ্রমিকের হাজার কষ্টের সফল দিন,
মে দিবসে শ্রমিকের মনে বাজে হাজার সুখের বীন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!