Home | সাহিত্য পাতা | শূন্য শিরোনাম

শূন্য শিরোনাম

 438

____দাউদুল ইসলাম____

একটি স্বর, ঘোলা চোখ
সমগ্র হিসেব
জীবনের দেনা পাওনা, মাপ- শাপ
অসংখ্য মর্মর ধ্বনি
রুদ্ধশ্বাস প্রার্থনা
শঙ্ক শঙ্করে
চাহনি…
রুহের নিবিড়ে রুহের আনাগোনা
অশ্রুমতি… মায়ার আঁচলে
নিশান্ত আশ্রয় – পারে শুধু জননী মা
আর কেউ না…
আর নেই… জীবন চেতনা
কালও ছিলো,
সন্তান সন্ততির ভিড়ে- এক ফালি চাঁদ ঘিরে
রাত্তির চম্পাকলি শিরস্ত্রাণ…
মর্মঘাতী হেমলক ফুলে শেষ নিশ্বাসের তীব্র আখ্যান…

তারপর চলে যাওয়া
তাকে
আমাকে
আমাদের এতিম করে- নির্বাক খসে যাওয়া,
এক পশলা শিশির প্রপাত ; ধূসর অন্ধকার
লুপ্ত নীরা
কোথাও নেই- মা
এই চৌহদ্দি মা হারা, বারান্দার ফুলের চারা- মা হারা
স্তরে স্তরে সাজানো কিচেনের তৈজসপত্র- মা হারা…
ফ্রিজে জমানো বরফ, তাজা সবজি, অক্ষত ফল;
নির্জর চাতাল… তমাল রাত… ঝুলন্ত হিজল… প্রজাপতিরা শান্ত
মা নেই কোথাও… নির্লিপ্ত দিগন্ত
বাঁধন হারা

সুপ্ত পাজরে জিকির উঠে-
রাব্বির….হাম হুমা
……. কামা.. রাব্বায়ানী… ছগিরা….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!