Home | দেশ-বিদেশের সংবাদ | ‘শূন্য’ ভোট পেয়ে রেকর্ড গড়লেন যে প্রার্থী

‘শূন্য’ ভোট পেয়ে রেকর্ড গড়লেন যে প্রার্থী

184418RUMI

নিউজ ডেক্স : একটি ভোটও পাননি চট্রগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে গণসংহতি আন্দোলনের কোদাল মার্কার প্রার্থী সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী। এক অনন্য নজির স্থাপন করেছেন সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী। ব্যালট বাক্সে তার কোদাল মার্কায় একটি সিলও পড়েনি। ‘শূন্য ভোট’ পেয়েছেন তিনি।

রবিবার হয়ে গেল বহুল প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

এ আসেন ২ লাখ ৮৭ হাজার ৪৭টি ভোট পেয়ে জয় লাভ করেন আওয়ামী লীগ প্রার্থী আফসারুল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবদুল্লাহ আল নোমান পেয়েছেন ৪১ হাজার ৩৯০টি ভোট।

প্রতীক বরাদ্দের পর থেকে গণসংযোগ বা নির্বাচনী প্রচারণায় পিছিয়ে ছিলেন না রুমী। তার গণসংযোগ মিছিলগুলোতে দেখা গেছে – এলাকার কয়েকটি সংগঠনের সংগঠক, রাজনৈতিক কর্মী, প্রসিদ্ধ শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যিক, মানবাধিকার আইনজীবীদের। স্থানীয় বস্তির কয়েকজন নারীরাও তার মিছিলে স্বতস্ফূর্তভাবে এসেছিলেন। এত কিছুর পরেও একাদশ জাতীয় নির্বাচনে একটি ভোটও পান নি এই রাজনৈতিক ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!