লোহাগাড়ার প্রথম অনলাইন পত্রিকা lohagaranews24.com বস্তুনিষ্ঠ সংবাদ সরাসরি পাঠকের কাছে পৌঁছে দিতে সার্বক্ষণিক তৎপর। সুদূর প্রবাসে বসে মাতৃভূমির গুরুত্বপূর্ণ খবরা-খবরসহ লোহাগাড়ার বিভিন্ন কলামিস্ট এর অর্থবহ কলাম এবং নবীন-প্রবীণ কবিদের কবিতা প্রকাশে lohagaranews24.com রেখেছেন অগ্রণী ভূমিকা।
lohagaranews24.com এর দ্বিতীয় বর্ষপূর্তিতে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। শুভ জন্মদিন lohagaranews24.com।
শুভেচ্ছান্তে
নাছির উদ্দীন
(সৌদিয়া আরব প্রবাসী)
পুটিবিলা, লোহাগাড়া, চট্টগ্রাম।