Home | উন্মুক্ত পাতা | শুভানুধ্যায়ী নাছির আল দ্বীন’র কথা…

শুভানুধ্যায়ী নাছির আল দ্বীন’র কথা…

123

lohagaranews24.com ২য় বর্ষ পদার্পনে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও শুভাকাঙক্ষী এবং কলাকৌশলীদের অভিনন্দন ও শুভেচ্ছা। !! lohagaranews24.com ২য় বর্ষে পদার্পন অত্যন্ত খুশির ব্যাপার, বেঁচে থাকো বেড়ে উঠো আপন গতি ও মহিমায়। তোমার পথ চলা সার্থক ও মঙ্গলময় হোক , তুমি দীর্ঘজীবি হও , তোমার সাথে আমাদের পথচলা প্রাণবন্ত হয়ে উঠুক। ২য় বর্ষপূর্তি আনন্দঘন আর সফল্যময়তায় ভরে উঠুক শুভ জন্মদিনে এই প্রত্যাশা রইল !!

পত্রিকাটির শুরু থেকে পাঠক এবং পরিবারের সদস্য হিসাবে সংযুক্ত থাকায় আমি গর্ববোধ করি ! আমি আবারও lohagaranews24.com পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলের সফলতা কামনা করছি, এগিয়ে যাক lohagaranews24.com এগিয়ে যাক আমার প্রাণ প্রিয় লোহাগাড়া।

শুভেচ্ছান্তে
নাছির আল দ্বীন
মক্কা, সৌদিয়া আরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!