লোহাগাড়ার জনপ্রিয় ১ম অনলাইন নিউজ lohagaranews24.com এর ২য় বর্ষপূতিতে আমার ব্যক্তিগত ও লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
লোহাগাড়া উপজেলা ভিত্তিক গড়ে উঠা এই অনলাইন নিউজ পোর্টালটি সত্য সংবাদ, কবিতা, সাহিত্য পরিবেশন করে আজ লোহাগাড়ার বাইরেও দেশ বিদেশে lohagaranews24.com জনপ্রিয়তা অর্জন করেছে।
এই জনপ্রিয়তা অব্যাহত রাখতে বিগত সময়ের মত সঠিক তথ্যনির্ভর, নিষ্ঠাবান ও আদর্শিক সংবাদ পরিবেশন করবে বলে প্রত্যাশা করি।
নিঃসংকোচে সত্য ও মানবতার কথা তুলে ধরে সাড়া জাগানো Lohagaranews24.com পোর্টালটি আগামী ১ এপ্রিল গৌরবের ২য় বর্ষপূর্তি তে lohagaranews24.com পরিবারের প্রতি শুভ কামনা রইল। আমি lohagaranews24.com এর সাথে সংশ্লিষ্ট সকলকে আবারও ২য় বর্ষপূর্তির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
শুভেচ্ছান্তে-
তারেক আজিজ চৌধুরী
প্রতিষ্ঠাতা ও সভাপতি
লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম