Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

লোহাগাড়া থানার অন্তর্গত উত্তর বড়হাতিয়া হরিদাঘোনা আহমদিয়া দাখিল মাদ্রাসার জন্য নিম্নোক্ত পদের জন্য শিক্ষক আবশ্যক।

১) পদের নাম- সুপার, শিক্ষাগত যোগ্যতা- কামিল/এম.এ, পদ সংখ্যা- ১টি। ২) পদের নাম- সহঃ শিক্ষক (আরবি), শিক্ষাগত যোগ্যতা- ফাযিল/বি.এ/কামিল, পদ সংখ্যা- ২টি। ৩) পদের নাম- সহঃ শিক্ষক, শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি/আলিম, পদ সংখ্যা- ১টি।

আবেদনকারীকে জীবন বৃত্তান্তসহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী ৬ মে ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা দেয়ার আহবান করা হলো।

# সুপার পদের জন্য কমপক্ষে এক বছরের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
# বেতন আলোচনা সাপেক্ষে।

যোগাযোগ :
সভাপতি
উত্তর বড়হাতিয়া হরিদাঘোনা আহমদিয়া দাখিল মাদ্রাসা
বড়হাতিয়া (হরিদাঘোনা), সেনেরহাট, লোহাগাড়া, চট্টগ্রাম।
মোবাইল : ০১৮১৮-২২৭০৪৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!