Home | দেশ-বিদেশের সংবাদ | শাহ আমানত সেতু টোল প্লাজায় ইয়াবাসহ দু’জন আটক

শাহ আমানত সেতু টোল প্লাজায় ইয়াবাসহ দু’জন আটক

26170268_2046501625565761_2752431638257173037_o

নিউজ ডেক্স : এবার কোমল পানীয় ফ্রুটিকার বোতলে ভরে পাচারের সময় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।  একইসঙ্গে ইয়াবা বহনকারী দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নগরীর শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় এনা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে দুটি ফ্রুটিকার বোতলসহ তাদের আটক করে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি-পশ্চিম) মঈনুল ইসলাম বলেন, ফ্রুটিকার বোতল থেকে কিছু পানীয় ফেলে দিয়ে সেখানে পলিথিনে মোড়ানো ইয়াবা ঢোকানো হয়েছিল। এরপর আবারও পানীয় দিয়ে বোতলের ছিপিটি মাস্টার গাম দিয়ে ভালোভাবে সেঁটে দেওয়া হয়।  দেখে বোঝার কোন উপায় নেই, সেটি ফ্রুটিকার বোতল নাকি অন্যকিছু।

‘ফ্রুটিকার বোতলগুলো আটক দুইজন বাসের সামনের সিটের ঝুড়িতে রেখেছিল।  সাধারণত যাত্রীরা যেভাবে মিনারেল ওয়াটারের বোতল নিজের সামনে রাখে সেভাবেই।  গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাসে তল্লাশি চালানোর সময় ফ্রুটিকার বোতলগুলো নিয়ে দেখি খুব শক্ত।  সেগুলো নাড়াচাড়া করে ভেতরে পানীয় ছাড়াও অন্যকিছু আছে বলে নিশ্চিত হই।  খোলার পর সেগুলোতে ইয়াবা পাওয়া গেছে। ’

আটক দুজন হলেন কিশোরগঞ্জের মো.সাগর (২৭) এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রহুল আমিন শেখ (২৪)। দুজন কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকার দিচ্ছে যাচ্ছিলেন বলে জানিয়েছেন এসি মঈনুল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!