
নিউজ ডেক্স : চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ৮০ স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দারা।
শনিবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণের পর ওই স্বর্ণের বারগুলোসহ হাতেনাতে তাকে আটক করা হয়। আটক সিভিল এভিয়েশনের কর্মচারীর নাম বেলাল।
চট্টগ্রাম কাস্টমস হাউজের ডিসি সুলতান মাহমুদ জানান, ৮০ স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের ওই কর্মচারীকে আটক করা হয়। ওই স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২০০ গ্রাম; যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। স্বর্ণের বারগুলো এয়ারপোর্ট কাস্টমের অধীনে রয়েছে বলে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner