Home | লোহাগাড়ার সংবাদ | বড়হাতিয়া আখতরাবাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বড়হাতিয়া আখতরাবাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠান সম্পন্ন

53

এলনিউজ২৪ডটকম : বড়হাতিয়া আখতারাবাদ কে. এ. উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক পুরস্কার ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান ৩১ জানুয়ারী সকাল ১০টায় বিদ্যালয় মিলানয়তনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব বাহাদুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার)।

উদ্বোধক ছিলেন এডভোকেট আইয়ুব সিকদার। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক, ব্যবসায়ী ও পূর্বকোণ পাঠক ফোরামের সহ-সভাপতি সাত্তার সিকদার।

বিশেষ অতিথি ছিলেন বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম, আখতরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম বাদশা, বি.জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছরওয়ার কামাল, নুরুল হক, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাবুল কান্তি বড়–য়া, বড়হাতিয়া বনবিট কর্মকর্তা জুবাইরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী ফরিদ উদ্দিন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ওমর, হাফেজ মাওলানা ফেরদৌস, ইউপি সদস্য রফিক উদ্দিন, সাবেক মেম্বার বশির আহমদ, খোকন চন্দ্র দাশ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঠক ফোরামের সাধারণ সাংবাদিক এম এম আহমদ মনির, শিক্ষক সাইফুল ইসলাম, জীবন হরি রৌদ্র, মোঃ দেলোয়ার, মোঃ কবির আহমদ, সাংবাদিক কামরুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশ ও জাতির উন্নয়নে সোনার সন্তানদের প্রয়োজন। যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেন তাঁরা একদিকে যেমন মাতা-পিতার সু-সন্তান অন্যদিকে দেশ ও জাতির গর্ব। তাই বিদায়ী ও বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মা-বাবাসহ দেশ ও জাতির উজ্জ্বল ভবিষ্যত রচনায় অগ্রণী ভূমিকা পালন অপরিহার্য।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী এবং শিতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সব শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মোঃ ওমর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!