নিউজ ডেক্স : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ২০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জুন) রাতে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৫৯২ ফ্লাইটে আসা সাতকানিয়ার আবদুল মোমেন নামের ওই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট পাওয়া যায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা। এরপর শুল্ক গোয়েন্দা টিমের সহায়তায় ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন ২ হাজার টাকা বাজারমূল্য হিসাব করলে এসব সিগারেটের দাম প্রায় ৪ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের একজন কর্মকর্তা জানান, এসব সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। ডিএম করে বিমানবন্দর কাস্টমসকে সিগারেটগুলো বুঝিয়ে দেওয়া হবে। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। -বাংলানিউজ