ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | শহীদ ইশমামুলের বড় ভাইয়ের চাকুরির ব্যবস্থা করলেন জেলা প্রশাসক

শহীদ ইশমামুলের বড় ভাইয়ের চাকুরির ব্যবস্থা করলেন জেলা প্রশাসক

এলনিউজ২৪ডটকম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবকে চাকুরী দিয়েছেন জেলা প্রসাশক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার (১৪ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহকারী পদে তাকে নিয়োগপত্র তুলে দেন।

এই সময় লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান উপএসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর-আল-নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ খান, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান, সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর ফারহানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়, গত সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় নিহত ইশমামের পরিবারের সাথে দেখা করতে আসেন। এই সময় শহীদ ইশমামের ভাইকে চাকুরী দেয়ার আশ্বাস দেন। এছাড়া ইশমামের বাড়িতে যাবার কাঁচা সড়কটি পাকা করা এবং ওই সড়কটি শহীদ ইশমামের নামে নামকরণ করার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মিছিলে গুলিবিদ্ধ হন ইশমামুল হক (১৭)। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গত ৭ আগস্ট সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!