ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রেলের জায়গা থেকে ৭৫২ জন অবৈধ দখলদার উচ্ছেদ

রেলের জায়গা থেকে ৭৫২ জন অবৈধ দখলদার উচ্ছেদ

নিউজ ডেক্স : নগরের পাহাড়তলীতে দ্বিতীয় দিনের অভিযানে এক দশমিক ১২ একর জায়গা উদ্ধার করে ৭৫২ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ।

সোমবার (২৮ ডিসেম্বর) পাহাড়তলীর জোর ডেবা এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। বাংলানিউজ

এ সময় সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি মিলিয়ে ৩০৬টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় রেলওয়ের এক দশমিক ১২ একর জায়গা।

এর আগে রোববারও (২৭ ডিসেম্বর) জোর ডেবা এলাকায় অভিযান চালিয়ে দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করে ৪৭৫ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়তলীর জোড় ডেবা এলাকায় রেলওয়ের জমি অবৈধভাবে দখলে ছিলো। সেগুলো উদ্ধারে দ্বিতীয় দিনেও অভিযান চালানো হয়। এ অভিয়ান অব্যাহত থাকবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!