Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়া- সাতকানিয়ায় নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি : এম.এ.মোতালেব সিআইপি

লোহাগাড়া- সাতকানিয়ায় নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি : এম.এ.মোতালেব সিআইপি

35058255_1555994331189952_4825842949050859520_n

এলনিউজ২৪ডটকম : বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিল্পপতি এম. এ. মোতালেব সিআইপি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে সাতকানিয়া- লোহাগাড়ায় নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গত সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে কেন্দ্র থেকে মনোয়নের গ্রীন সিগন্যাল পেয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণে তা আবার বাতিল হয়ে যায়। মনোনয়ন না পেলেও নৌকার প্রার্থী আবু রেজা নদভীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে জীবনের চরম ঝুঁকি নিয়ে তাঁকে বিজয়ী করেছি। তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে জামায়াত-শিবিরের ক্যাডারদের হামলার শিকার হয়েছিলাম। আমার গাড়ি ভেঙ্গে দিয়েছিল। কতো ঢিল খেয়েছি। তার পরেও এসব উপেক্ষা করে তাকে এমপি নির্বাচিত করেছি। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্থ কর্মী হিসেবে বিগত নয় বৎসর সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। সে সময় সংগঠন নিয়ে তেমন কাজ করার সুযোগ ছিল না। কিন্তু বিগত চার বছর ধরে উপজেলা সভাপতির দায়িত্ব পেয়ে সাতকানিয়ায় গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগকে ঢেলে সাজিয়েছি। শক্ত সাংগঠনিক ভিত স্থাপন করেছি। কিন্তু বর্তমান সংসদ সদস্য আবু রেজা নদভীর অসহযোগিতার কারণে সাংগঠনিক কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে বাঁধাগ্রস্থ হচ্ছি। আগামী সংসদ নির্বাচনে নিজেকে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী দাবী জানিয়ে তিনি আরো বলেন, এখানে জামায়াতের সাথে পাল্লা দেওয়ার মতো আমিই একমাত্র যোগ্য প্রার্থী। দলীয় সভানেত্রী যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে এখানকার জামায়াত-শিবিরের দীর্ঘদিনের ভোট ব্যাংক ভেঙ্গে দিয়ে আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে পারব। এক্ষেত্রে তিনি বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে তার সামাজিক ও দলীয় কর্মকান্ড এবং শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো প্রতিনিয়ত পত্রিকার পাতায় তুলে ধরার জন্য সাংবাদিকদের নিকট বিনীত আহবান জানান। ১০ জুন রবিবার রাত ৮টায় উপজেলার চুনতিস্থ একটি হাইওয়ে হোটেলের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তাঁর সাথে ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ সেলিম উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নছিমুল করিম সিকদার, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ সওদাগর, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম দুলু ও চিববাড়ি এম. এ. মোতালেব ডিগ্রি কলেজের রেজিষ্ট্রার একরামুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!