এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান পিপিএম (বার) কে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। থানা পুলিশ ভবন চত্বরে গত ১৯ ফেব্র“য়ারী সন্ধ্যায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোহাগাড়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা।
প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র সহধর্মীনি, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, মুক্তিযুদ্ধকালীন গ্র“প কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ, কলাউজান ইউপি চেয়ারম্যান এ. ওয়াহেদ, পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান নিবাস দাশ সাগর ও মহিলা মেম্বার জেসমিন আক্তারসহ অন্যান্য জনপ্রতিনিধি। সংবর্ধনা অনুষ্ঠানের শুরতেই স্বাগত বক্তব্য রাখেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল জলিল।
বক্তারা থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার)’র কর্মময় জীবনের ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন। বক্তারা বলেন, লোহাগাড়ায় বিগত ৫ বছর ৮ মাস দায়িত্ব পালনকালে এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসী ও হানাহানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের প্রতি কঠোর ছিলেন।
উল্লেখ্য, তিনি ২০১২ সালের ১১ জুন লোহাগাড়া থানার দায়িত্ব গ্রহণ করেন। পরে হাইকোর্টের নির্দেশে জেলা পুলিশ তাকে লোহাগাড়া থানা থেকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করে।
সংবর্ধনা সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পুলিশ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লোহাগাড়া থানার এসআই সোহরাওয়ার্দ্দির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লোহাগাড়ায় কোন নতুন ওসি যোগদান করেননি।