
লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেলের পিতা মরহুম আব্দুল মালেকের ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ আরমান বাবু রোমেল, লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা এনামুল করিম আনছারী, মাদ্রাসার সিনিয়র শিক্ষক শাহাব উদ্দিন জিহাদী, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলমসহ আলেমগণ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খতমে কুরআন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। পরে হাসপাতালের পক্ষ থেকে তাবরুক বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner