এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমকে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১২ এপ্রিল ২০১৮ জনপ্রশাসন মন্ত্রণালয় (মাঠ প্রশাসন- ২ শাখা) এর উপসচিব দেওয়ান মাহবুবর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ- ১ শাখায় ন্যস্ত করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল ২০১৮ ইং তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ এপ্রিল তিনি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন।