এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া ৫ হাজার পিস ইয়াবাসহ মো. রাসেল মিয়া (২৬) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তা করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়া চট্টগ্রামের সিএমপি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার মো. মোখলেছ মিয়ার পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী তল্লাশী চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে কক্সবাজার থেকে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।