এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় ৪ রাইচ মিলে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ জুলাই) দুপুরে ইউনিয়নের তেওয়ারিহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
অভিযানে মেসার্স বাহাদুর অটো রাইচ মিলের মালিক বিকাশ সিকদার, আল-মক্কা অটো রাইচ মিলের মালিক মোশাররফ হোসেন পারভেজ, আল ছাফা অটো রাইচ মিলের মালিক সাইফুল ইসলাম ও মেসার্স শাহজালাল অটো রাইচ মিলের মালিক মো. আবু তুহিনকে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিচালনাকালে পাট পরিদর্শক বাবুল চন্দ্র দাস, এসআই মোজাম্মেলসহ থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।