ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় ৩ ইয়াবাপাচাকারী প্রাইভেটকারসহ আটক

লোহাগাড়ায় ৩ ইয়াবাপাচাকারী প্রাইভেটকারসহ আটক

31045291_2130088453877267_2348184450380070912_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ গত ২১ এপ্রিল রাতে চুনতি খান দিঘী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও (ঢাকামেট্রো-গ-২৮-৩৪৩৬) জব্দ করা হয়।

আটককৃতরা হল টেকনাফ উপজেলার ডেইল পাড়া এলাকার নুর আহমদের পুত্র মোঃ ফরিদুল আলম (২২), বরিশাল জেলার বাকেরগঞ্জ রঘনাথপুর এলাকার মৃত আবদুস সাত্তারের পুত্র মোঃ রুহুল আমিন (৩০) ও গাজিপুর জেলার জয়দেবপুর চৌরাস্তা চান্দনা মধ্য পাড়া এলাকার শুক্কুর আলীর পুত্র মোঃ আরিফুল ইসলাম (২৫)।

লোহাগাড়া থানার এসআই সোহরাওয়াদ্দি অভিযানে নেতৃত্ব দেন। আটককৃতরা জানান, ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!