এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি মেশিনও ধ্বংস করে দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পহরচান্দা সরই খালের ব্রিজের পাশে আফিয়া বাপের চর এলাকার ও চুনতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোসকাইন্যা খালে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলেনর সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আফিয়ার বাপের চর এলাকা থেকে ১৫ হাজার ঘনফুট ও মোসকাইন্যা খাল থেকে ১১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ধ্বংস করা দেয়া হয়েছে বালু উত্তোলনের ২টি মেশিন। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।