এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ গেইট এলাকায় হাইয়েচের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরাফাত।
নিহতরা হলেন উপজেলার আধুনগর চেঁদিরপুনি বড়ুয়া পাড়ার লিটন বড়ুয়ার পুত্র বিশাল বড়ুয়া (২২) ও একই এলাকার স্বপন বড়ুয়ার পুত্র উত্তম বড়ুয়া (২১)। তারা দু’জনই মোটরসাইকেল মেকানিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে চট্টগ্রাম শহরমুখী দ্রুত গতির হাইয়েচ (ঢাকা মেট্রো-চ-৫৬-২৩৬৮) বিপরীতমুখী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়। মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনার পর ঘটনাস্থল থেকে হাইয়েচ দ্রুত পালিয়ে গেলেও বার আউলিয়া কলেজ গেইট এলাকায় গাড়িটি রেখে চালক গা ঢাকা দেয়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে ও হাইয়েচ গাড়িটি তাদের হেফাজতে নেয়।