ব্রেকিং নিউজ
Home | অন্যান্য সংবাদ | তেল ছাড়াই চলবে টাটার Altroz EV!

তেল ছাড়াই চলবে টাটার Altroz EV!

192634tata-motors

নিউজ ডেক্স : ভারতে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি তৈরির ক্ষেত্রে যে সব নামী সংস্থা উদ্যোগী হয়েছে, তার মধ্যে টাটা মটরস অন্যতম। বছর খানেক আগে থেকেই তারা ইলেকট্রিক গাড়ি তৈরিতে মন দিয়েছে। ইতিমধ্যেই টাটা মটরসের বেশ কয়েকটি ‘ই-কার’ রাস্তায়ও নেমেছে।

জানা গেছে, আরও ৪,৮০০টি ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে তোড়জোড় শুরু করে দিয়েছে টাটা মটরস। ২০২০ সালের মধ্যে সম্পূর্ণ নতুন মডেলের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে টাটা মটরস। নাম Altroz EV।

Altroz EV-র স্পেসিফিকেশন

এই গাড়িতে রয়েছে একটি শক্তিশালী ম্যাগনেট এসি মোটর আর ৭৬ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারির শক্তি যা থেকে মিলবে প্রায় ১০০.৬ bhp শক্তি আর ১৪০ Nm টর্ক।

সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, একবার চার্জ দিলে টানা ২৫০ থেকে ৩০০ কিলোমিটার ছুটবে এই গাড়ি। আর মাত্র ৬০ মিনিটেই ব্যাটারির ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে।

বিশেষজ্ঞদের অনুমান, এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ দিতে সর্বাধিক ৬৭৫ টাকার (ইউনিট প্রতি ৮.৬০ টাকা হিসাবে) বিদ্যুৎ খরচ হতে পারে। বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তিসহ ভারতের বাজারে এই গাড়ির দাম প্রায় ১৮ লাখ টাকা হতে পারে।

জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাস নাগাদ ভারতের বাজারে লঞ্চ হতে পারে এই গাড়িটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!