এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী হাসনা হেনা বিউটির হত্যাকারীর ফাঁসির দাবীতে ৯ আগষ্ট বেলা ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে শাহপীর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের সহপাঠীসহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিউটির সহপাঠী মোঃ সাইয়েদ জানান, আমাদের বোন হাসনা হেনা বিউটির হত্যকারী মাদকাসক্ত সাকিবের ফাঁসির দাবী জানাচ্ছি। তিনি আরো জানান, এ রকম মাদকাসক্তের কাছে আর যে কোন বোনের প্রাণ দিতে না হয়।

উল্লেখ্য, গত ৭ আগষ্ট ভোরে লোহাগাড়া সদরস্থ ফোরকান টাওয়ারের ৫ম তলার ৫০৫ নং কক্ষে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়। নিহত হাসনা হেনা বিউটি লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার জাফর আহমদের মেয়ে। আটক স্বামী মোঃ শাকিব আধুনগর ইউনিয়নের রশিদার ঘোনা এলাকার মৃত দেরাজ মিয়ার পুত্র। একইদিন আটক স্বামীসহ ৪ জনকে আসামীকে করে নিহত মেয়ের পিতা জাফর আহমদ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা রুজু করেন। ঘটনার পর থেকে ছেলের পরিবারের লোকজন বাসা তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।