এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়া তেওয়ারীহাট বাজার হতে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৭ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার এসআই আবু বক্কর।
গ্রেফতার আবদুর রশিদ (৪৭) উপজেলার পদুয়া আলী সিকদার পাড়ার আবদুস শুক্কুরের পুত্র।
এসআই আবু বক্কর জানান, আবদুর রশিদ একটি মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে জানান তিনি।