এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় লকডাউন আইন অমান্য করে নির্মাণ কাজ করায় আইয়ুব আলী (৪৫) নামে এক বাড়ির মালিককে জরিমানা গুনতে হয়েছে। সোমবার (২০) এপ্রিল বিকেলে উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন আইন অমান্য করে নির্মাণ শ্রমিক দিয়ে কাজ করছিল গৌড়স্থান নয়াবাজার এলাকার এক ব্যক্তি। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ১৮৬০ সনের ২৬৯ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি সবাইকে লকডাউন আইন মেনে চলার আহবান জানান।