এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর ব্রীজ সন্নিকটে এক ফিলিং ষ্টেশনের সামনে হাইয়েচ মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ ৩ মে শুক্রবার দুপুর ২টায় এ ঘটনাটি ঘটে।
নিহত হাজী আবুল কাশেম সওদাগর (৭০)’র বাড়ি উপজেলার পদুয়া আলী সিকদার পাড়ায়। তিনি দীর্ঘদিন যাবত কক্সবাজার শহরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। একইদিন রাত ৯টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে তিনি চুনতি এলাকায় একটি কাজে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে চট্টগ্রাম শহরমুখী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। সেখান থেকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে গেছে বলে জানা যায়।