এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে মরা মুরগী বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ১২ জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আনু সওদাগরের মুরগীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।
জানা যায়, জনৈক তৌহিদ নামে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ক্রেতা তৌহিদ জানান, তিনি আনু সওদাগরের দোকান থেকে ৩টি মুরগী ক্রয় করেন এবং সেগুলো জবেহ করে দিতে বলেন। দৃষ্টির অগোচরে মুরগীর দোকানদার ২টি জবেহ করার মুরগী সাথে একটি মরা মুরগী ব্যাগ ভর্তি করে দেন। পরে তিনি বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ভোক্তা অধিকার আইনে ওই মুরগীর দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তিনি মাংস বিক্রেতা ও ফলের দোকানদারকে সতর্ক করে দেয়া হয়।