এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াকুর রহমান, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুমন চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. মোবাশ্বেরুল আমিন, জুনিয়র কনসালটেন্ট (অর্থো) ডা. দেবরাজ বৈদ্য, মেডিকেল অফিসার ডা. জিয়া উদ্দিন আহমদ, ডা. মোহাম্মদ সোহেলসহ সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ডা. মোহাম্মদ হানিফ জানান, উপজেলায় স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ ২১৮ টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন হয়েছে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার জন শিশুকে একটি করে নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার জন শিশুকে লাল রঙের ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।