ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় বয়স্কভাতার টাকা নিয়ে চম্পট দিল প্রতারক

লোহাগাড়ায় বয়স্কভাতার টাকা নিয়ে চম্পট দিল প্রতারক

232

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এক বয়স্ক মহিলার বয়স্কভাতার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। আজ ২৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনস্থ মোস্তফা সিটির সামনে এ ঘটনা ঘটে। বয়স্ক মহিলার নাম মাহমুদা খাতুন (৭০)। তার বাড়ি চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকায়।

ওই মহিলা জানান, অগ্রণী ব্যাংক লোহাগাড়া শাখা তিনি বয়স্কভাতার সাড়ে ৪ হাজার টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে মার্কেটের সামনে অবস্থান করলে এক অপরিচিত লোক তাকে টাকাগুলো ভাংতি করে দেয়া কথা বলে। এতে সরজসরল মহিলা মাহমুদা খাতুন রাজি হয়। প্রতারক তাকে ২টি কলা খেতে দেয় এবং টাকা ভাংতি আনার কথা চলে চম্পট দেয়।

মাহমুদা খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমি ভিক্ষা করে দিনযাপন করি। আমার কাছে আর কোন সম্বল নেই। শেষ সম্বলটুকু প্রতারক নিয়ে গেছে। প্রতারককে খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

অপরদিকে, স্থানীয় লোকজন বলেন ইদানিং লোহাগাড়ায় প্রতারক, মোবাইল চোর ও পকেটমারের ঘটনা দিন দিন বেড়ে চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ একান্ত জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!