এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে ১৪ জানুয়ারী সন্ধ্যা ৭টায় কক্সবাজার অভিমুখী একটি দূরপাল্লার বাসের ধাক্কায় বিপরীতমুখী ব্যাটারী চালিত রিক্সারোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই এম মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিক্সারোহী আবদুল কুদ্দুছ (২৮) উপজেলার চরম্বা ইউনিয়নের দেওয়ান আলী সিকদার পাড়ার আবুল কাশেমের পুত্র। আহত রিক্সা চালক ফজল করিম (৩৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীর মোঃ আলীর পুত্র।

তিনি আরো জানান, চালক আহত অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তার অবস্থাও আশংকাজনক বলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের কর্তব্যরত টহল পুলিশ ঘটনাস্থলে এসেছেন। ধাবমান বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে দোহাজারী হাইওয়ে পুলিশ জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।